Important Dates
Application
Online Application
From 25/08/2022 to 30/11/2022
Admit Card Download
From 06/12/2022, 12:00PM
Admission Test
On 09/12/2022, 11:00AM
Helpline
- Hotline (10:00 AM - 5:00 PM)
- 01703-899973
- ruaca@ru.ac.bd
ফটো আপলোড নির্দেশিকা
- সদ্য তোলা একটি ৩০০×৪০০ পিক্সেল সাইজের স্পষ্ট (Studio Quality) রঙ্গিন jpg ফরমেটের ছবি (সাইজ ১০০KB এর বেশী নয়) আপলোড করতে হবে।
- ছবির পেছনে এক রঙের হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে; ব্যাকগ্রাউন্ডে কোন গাছপালা, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। স্কুল/কলেজের ড্রেস পরা ছবি ব্যবহার করা যাবে না। উপরে উল্লেখিত সাইজের সাথে গরমিল থাকলেও কোন ছবি গ্রহণ করা হবে না। উল্লেখ্য যে আবেদনের সময় প্রদত্ত ছবিই প্রযোজ্য ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটসমূহে ভর্তির জন্য ব্যবহার করা হবে।
- সফটওয়্যারের সাহায্যে কোন রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না।
- ফটো আপলোডের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে।
ছবি পরিবর্তন প্রক্রিয়া
নিম্নে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে আবেদনকারীর ছবি পরিবর্তন করা যাবে
- Online Application পেজের Start Application এ ক্লিকের মাধ্যমে পরবর্তী পেজে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ‘Next’ বাটনে ক্লিক করলে Student Panel পাওয়া যাবে।
- Student Panel এর বাম দিকের মেনু থেকে “Photo Change Request” সিলেক্ট করে OTP এর মাধ্যমে মোবাইল/email ভেরিফিকেশন করতে হবে। পরবর্তী পেজে তার ছবিযুক্ত HSC রেজিস্ট্রেশন কার্ডের Scan Copy ও নতুন ছবি আপলোড করার সুযোগ পাওয়া যাবে।
- HSC রেজিস্ট্রেশন কার্ডের Scan Copy ও নতুন ছবি আপলোড সম্পন্ন হলে Bill Number সহ ১০০ (একশত) টাকার একটি স্লিপ প্রদান করা হবে।
- প্রদত্ত Bill Number ব্যবহার করে রকেট এর মাধ্যমে প্রদত্ত ফি (১০০ টাকা) নিম্নলিখিত পদ্ধতিতে প্রদান করার মাধ্যমে ছবি পরিবর্তন নিশ্চিত (Confirm) করতে হবে। সংশ্লিষ্ট ফি প্রদান ব্যতিত ছবি পরিবর্তনের আবেদন কার্যকর হবে না।
- পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে ওয়েবসাইটে আবেদনকারীর ছবি পরিবর্তনের বিষয়টি আপডেট করা হবে।
রকেট এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি
Step-1: | *322# ডায়াল করতে হবে। |
Step-2: | "1. Bill Pay" অপশন সিলেক্ট করতে হবে। |
Step-3: | "2. Other" অপশন সিলেক্ট করতে হবে। |
Step-4: | "Enter Payer Mobile No." এর স্থলে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে। |
Step-5: | "0. Other" অপশন সিলেক্ট করতে হবে। |
Step-6: | Enter Biller ID. এর স্থলে '285' টাইপ করতে হবে। |
Step-7: | Enter Bill Number এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে। |
Step-8: | Enter Amount এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমাণ দিতে হবে। |
Step-9: | Enter PIN এর স্থলে Customer এর রকেট Account এর PIN নম্বর দিতে হবে। |
Step-10: | Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে। |
ফি প্রদানের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আবেদনের তথ্য ওয়েবসাইটে আপডেট করা হবে।